 
                        
                        
                        
                        সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার, ২৫০ গ্রাম উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক এবং দুটি ডেটোনেটর উদ্ধার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল ৩০ অক্টোবর বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে বাংলাদেশ-ভারত সীমান্ত হতে প্রায় ১ কিলোমিটার অভ্যন্তরে ছনবাড়ী বাজার এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।


এ সময় সন্দেহজনক অস্ত্র চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে (৩১ অক্টোবর) শুক্রবার রাত ১২টা ২০ মিনিটের দিকে বালুর স্তুপের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশী রিভলবার, বিস্ফোরক ও ডেটোনেটর উদ্ধার করা হয়।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন,“সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ সফল অভিযান পরিচালনা সম্ভব হয়েছে।” উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানানো হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available