• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই কার্তিক ১৪৩২ বিকাল ০৩:৫৮:০৪ (23-Oct-2025)
  • - ৩৩° সে:

যুবদলের স্বেচ্ছাশ্রমের সাঁকোতে দুর্ভোগ লাঘব গ্রামবাসীর

২৩ অক্টোবর ২০২৫ সকাল ১১:২৯:৪১

সংবাদ ছবি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার হারাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে টাপু সতী নদীর উপর স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করেছে লালমনিরহাট জেলা যুবদল। এতে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হওয়ায় নদীর দুই পাড়ের গ্রামের প্রায় বিশ হাজার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

২২ অক্টোবর বুধবার বিকেলে হারাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আরাজি চোঙাদাড়া টাপু এলাকায় সাঁকোটির উদ্বোধন করা হয়।

Ad
Ad

উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

Ad

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘যুবদল সবসময় জনগণের পাশে থাকে। উন্নয়ন মানে শুধু সরকারের কাজ নয়, মানুষের সেবায় এগিয়ে আসাও দেশপ্রেমের অংশ।’ এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান। দল ক্ষমতায় এলে এই এলাকায় সেতু নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিছ), সদস্য সচিব হাসান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গ্রামবাসী।

স্বাধীনতার পর থেকে সতী নদীর টাপু এলাকায় কোনো সেতু না হওয়ায় দুই পাড়ের মানুষকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। এখন যুবদলের উদ্যোগে সাঁকো নির্মাণ করায় এলাকাবাসী আনন্দ প্রকাশ করে এবং জেলা যুবদলকে আন্তরিক ধন্যবাদ জানায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
চার শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ
২৩ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৫৩:২৭






সংবাদ ছবি
শরীরে সজীবতা এনে দেওয়া চা
২৩ অক্টোবর ২০২৫ দুপুর ০২:৪৭:৪৯





Follow Us