• ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৭:১৯:২১ (19-Oct-2025)
  • - ৩৩° সে:

নওগাঁয় আইনজীবীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগে

১৯ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:০৯:৫৫

সংবাদ ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা অ্যাডভোকেট বার এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট মো. নজমুল ইসলাম কবিরাজের বিরুদ্ধে আত্মীয়স্বজনকে হয়রানি, বসতবাড়ি দখলের চেষ্টা ও একাধিক মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে।

১৮ অক্টোবর শনিবার বেলা ১২টায় নওগাঁ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তার ভাতিজি আফিয়াতুন নাওশিন (৩২)। তিনি নওগাঁ শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা ও নওগাঁ আইন কলেজের এল.এল.বি শেষ বর্ষের শিক্ষার্থী।

Ad
Ad

লিখিত বক্তব্যে আফিয়াতুন নাওশিন জানান, অভিযুক্ত নজমুল ইসলাম কবিরাজ ও আমার পিতা ইত্তেহাদুল ইসলাম কবিরাজ ভাই ভাই, সম্পর্কে আমার চাচা। তিনি অভিযোগ করেন, তাদের পরিবারের একমাত্র সম্পত্তি নওগাঁ সদর উপজেলার বাঙ্গাবাড়ীয়ায় তিনতলা বসতবাড়ি ও ফাঁকা জমি জবরদখলের উদ্দেশ্যে অভিযুক্ত নজমুল ইসলাম কবিরাজ দীর্ঘদিন ধরে হয়রানিমূলক কার্যক্রম ও মিথ্যা মামলা চালিয়ে যাচ্ছেন।

Ad

তিনি আরও বলেন, আমাদের কোনো ভাই নেই, আমরা তিন বোন। আমার বাবা-মা বৃদ্ধ, আমি চাকরির কারণে কিছুদিন ঢাকায় ছিলাম। সেই সুযোগে তিনি আমাদের সম্পত্তি দখলের চেষ্টা করেন এবং একের পর এক মামলা করে হয়রানি শুরু করেন।

অভিযোগে আরও বলা হয়, ২০০৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত অভিযুক্ত নজমুল ইসলাম কবিরাজ ৮টি ফৌজদারি ও মিস মামলা দায়ের করেছেন, যার ৭টি মামলা মিথ্যা প্রমাণিত বা নথিজাত হয়েছে এবং ১টি ফৌজদারি মামলা চলমান যা চার্জ শুনানির পর্যায়ে আছে।

তিনি আরও জানান, তাদের সহযোগিতাকারী শিক্ষানবিশ আইনজীবী মো. আখতারুজ্জামান শুভকে আদালত প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং মামলায় সহায়তা না করতে চাপ দেওয়া হয়।

২০২১ সালে অভিযুক্ত নজমুল ইসলাম কবিরাজ ও তার সহযোগীরা একাধিকবার ভাড়াটে লোক নিয়ে বাড়িতে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। এসব ঘটনার সিসিটিভি ফুটেজ, অডিও রেকর্ড ও স্থিরচিত্র ভুক্তভোগী পরিবার সংরক্ষণ করেছে বলে দাবি করেন তিনি।

আফিয়াতুন নাওশিন জানান, ইতোমধ্যেই তিনি নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বার কাউন্সিল এবং নওগাঁ সদর মডেল থানায় একাধিক দরখাস্ত ও জিডি দাখিল করেছেন।

তিনি বলেন, আমরা বার কাউন্সিল ও জেলা বার অ্যাসোসিয়েশনে অভিযোগ করলেও এখনও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
শিবালয়ে নৌ পুলিশের অভিযান, গ্রেফতার ৭৮
১৯ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১১:৫৯








Follow Us