চুয়াডাঙ্গা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় বিএনপির 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা' রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।
১৮ অক্টোবর শনিবার সকাল ১১টায় নিজ বাসা থেকে বেরিয়ে পায়ে হেঁটে চুয়াডাঙ্গা শহীদ আবুল কাশেম সড়ক থেকে এই প্রচারণা শুরু করেন।
এদিন বেলা ২টা পর্যন্ত তিনি নিচের বাজার ও ফেরিঘাট রোড, পানের হাট সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিলি করেন এবং 'ধানের শীষ' প্রতীকের পক্ষে জনমত তৈরি করতে ব্যাপক প্রচারণা চালান। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর সাথে উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তাদের ঘোষিত ৩১ দফা রূপরেখা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে, যা রাষ্ট্রের গতিশীলতা ফিরিয়ে আনবে। তিনি দৃঢ়তার সাথে বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেই রাস্তায় নেমে এসেছেন।
তিনি আরও উল্লেখ করেন, ধানের শীষ প্রতীকের প্রচারণা অব্যাহত থাকবে। ধানের শীষের প্রতীকে যিনিই মনোনীত হবেন, তার পক্ষে দলের সকলকে কাজ করতে হবে। বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না।
চুয়াডাঙ্গার প্রাণকেন্দ্র বড়বাজারে নির্বাচনী প্রচারণায় এসে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আরও বলেন, জুলাই সনদ স্বাক্ষরের পর নির্বাচন নিয়ে আর কোনো বাধা নেই। তিনি আগামী জাতীয় নির্বাচন জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই প্রত্যাশা করছেন।
দুদু বলেন, "দেশ এখন প্রস্তুত একটি গণতান্ত্রিক নতুন সূচনার পথে। জনগণের ভোটেই নির্ধারিত হবে ভবিষ্যৎ, এই বিশ্বাসেই এগিয়ে যাচ্ছে বিএনপি।
এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলাসহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available