• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে কার্তিক ১৪৩২ সকাল ০৭:৪৩:১৫ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি

১ মে ২০২৫ রাত ০৮:০১:২৮

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: ‘শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সরকারকে উদ্যোগী হতে হবে। তাদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা করতে হবে। অবাধে শিল্প প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে’। নারায়ণগঞ্জে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এমনটা দাবি করেন।

Ad

১ মে বৃহস্পতিবার সকালে বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরির্দশন অধিদপ্তর নারায়ণগঞ্জ অফিসের উদ্যোগে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর চাষাঢ়া থেকে শুরু হয়ে শহরের পুরাতন কোর্ট জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে গিয়ে আলোচনা সভায় অংশ নেন।

Ad
Ad

সকাল সাড়ে ৯টায় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটি মে দিবসে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল বের করে।

র‌্যালীতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, বিভাগীয় শ্রম অফিস নারায়ণগঞ্জের পরিচালক আফিফা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুর রহমান ইসমাঈল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে মালিক-শ্রমিক যৌথভাবে কাজ করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নে সরকারকে উদ্যোগী হতে হবে। তাহলে দেশের অর্থর্নীতি এগিয়ে যাবে। মালিক-শ্রমিক উভয়ই লাভবান হবেন।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে শ্রমিকেরা দিশেহারা। তাদের সামান্য আয় দিয়ে ব্যয়ের হিসেব মেলাতে পারছেন না। তাই শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা করতে হবে। অবাধে শিল্প প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:১৪


সংবাদ ছবি
ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:১১

সংবাদ ছবি
ঢাকাতে বিএনপির প্রার্থী হলেন যারা
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:২৮

সংবাদ ছবি
যে আসনে লড়বেন তারেক রহমান
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৪৯


Follow Us