• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ দুপুর ১২:৩৪:৪৫ (22-Dec-2025)
  • - ৩৩° সে:

চাচাকে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড

২৮ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:০৩:২২

সংবাদ ছবি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার তিতাসে কুপিয়ে ও গলা কেটে চাচাকে হত্যার দায়ে ভাতিজাকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।

Ad

২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন মামলার রায় এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম আবদুল আউয়াল। তিনি কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের কৈয়ারপাড় গ্রামের মৃত আবদুর রবের পুত্র এবং নিহত ব্যক্তি হাজী নবী হোসেনের আপন ভাতিজা।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এডভোকেট মো. মজিবুর রহমান বাহার বলেন, আমরা আশা করছি মহামান্য হাইকোর্ট এ রায় বহাল রেখে শীঘ্রই রায় কার্যকরের মাধ্যমে আসামির ফাঁসি নিশ্চিত করবেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলার বিষয়ে জানান, ২০২০ সালের ২৯ জানুয়ারি তিতাস থানার এক মামলায় আবদুল আউয়ালকে পুলিশ গ্রেফতার করে। ওই গ্রেফতারের পেছনে তার চাচা হাজী নবী হোসেনের ইন্ধন রয়েছে বলে সে সন্দেহ পোষণ করে। পরবর্তীতে জামিনে বেরিয়ে আসে আবদুল আউয়াল। ক্ষোভের বশবর্তী হয়ে একই বছরের ২৪ মে রাতে স্থানীয় বাজার থেকে হাজী নবী হোসেন বাড়ি ফেরার পথে তার ভাতিজা আবদুল আউয়ালের আক্রমণের শিকার হন। এক পর্যায়ে ৬৪ বছর বয়সী হাজী নবীন হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলা কেটে হত্যা করেন তারই ভাতিজা আবদুল আউয়াল। এ ঘটনায় নিহত নবী হোসেনের ছেলে রাসেল বাদি হয়ে আবদুল আউয়ালসহ অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে তিতাস থানায় মামলা করেন।

পরবর্তীতে আসামি আবদুল আউয়ালের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ এবং যুক্তিতর্ক শুনানি শেষে মঙ্গলবার আদালতের বিচারক আবদুল আউয়ালকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রংপুর মহানগরে টাকা ও তাসসহ চারজন গ্রেফতার
২২ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৩৪:১৯



সংবাদ ছবি
ড্রোন হামলায় সুদানে ১০ জন নিহত
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪৯:৩৩

সংবাদ ছবি
গানম্যান পেলেন নাহিদ-হাসনাতসহ এনসিপির ৪ জন
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪৮:০৩


সংবাদ ছবি
ভিয়ারিয়ালকে হারিয়ে বছর শেষ করল বার্সেলোনা
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:২৯:৪০



সংবাদ ছবি
দুর্ঘটনার শিকার ইমরান হাশমি
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:২৫:২৪


Follow Us