• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ দুপুর ১২:১৭:৪২ (22-Dec-2025)
  • - ৩৩° সে:

বেড়ায় আশ্রয়হীন প্রকল্পের ঘরে গৃহবধূকে ধর্ষণ

৬ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:৪৩:৫৩

সংবাদ ছবি

বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার বেড়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শফিকুল নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Ad

৩ ফেব্রুয়ারি শনিবার রাত ২টার দিকে বেড়া ঈদগাহ আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি শফিকুল একই  আশ্রয়ণ প্রকল্পের ৬ নম্বর ঘরের বাসিন্দা বলে জানা যায়।

Ad
Ad

ধর্ষণের শিকার ওই গৃহবধু বেড়া আশ্রয়ণ প্রকল্পের ২ নাম্বার ঘরের বাসিন্দা। ৩১ জানুয়ারি বুধবার দুপুর ১২টার দিকে ওই গৃহবধূ নিজ ঘরে সাংসারিক কাজ করছিলেন। এ সময় ৬নং ঘরের বাসিন্দা শফিকুল ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। সাংবাদিকদের কাছে এমনটাই জানিয়েছেন প্রতিবেশী শিল্পী আক্তার।

গৃহবধূর স্বামী আব্দুর রাজ্জাক বলেন , এই ঘটনার পর আমি ইউনিয়ন চেয়ারম্যান ইদ্রিস আলী সরদার, কালাম মেম্বারসহ অনেককে বিষয়টি জানাই। তারা আমাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক সালিশ করে ১ হাজার টাকা জরিমানা করে দেয়। সালিশের রায় মেনে না নিলে আমার বৌকে দিয়ে আমি দেহ ব্যবসা করাই এমন লিখে দেবেন বলেও হুঁমকি দেওয়া হয়। পরবর্তীতে আমি উপযুক্ত বিচারের আশায় বেড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি।

এ বিষয়ে চাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী সরদারের সাথে কথা বলতে গেলে তিনি বলেন, উভয় পক্ষের সমন্বয়েই বিচার করা হয়েছে।

ইউনিয়ন পরিষদে ধর্ষণের  বিচার করা, সেই সাথে ধর্ষণের আসামিকে ১০০০ টাকা অর্থদণ্ড দেওয়া কতটুকু যুক্তিসংগত জানতে চাইলে তিনি বলেন, এলাকার মানুষের অনুরোধে এবং শান্তির লক্ষ্যে সালিশটি করা হয়েছিল। কিন্তু বিষয়টি কোন এক পক্ষ ষড়যন্ত্র করে অন্যভাবে প্রভাবিত করছে।

এদিকে বেড়া মডেল থানার ভারপাপ্ত কর্মকতা রাশিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ধর্ষিতা ওই গৃহবধু শনিবার রাতে থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পরেই আসামি শফিকুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ড্রোন হামলায় সুদানে ১০ জন নিহত
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪৯:৩৩

সংবাদ ছবি
গানম্যান পেলেন নাহিদ-হাসনাতসহ এনসিপির ৪ জন
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪৮:০৩


সংবাদ ছবি
ভিয়ারিয়ালকে হারিয়ে বছর শেষ করল বার্সেলোনা
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:২৯:৪০



সংবাদ ছবি
দুর্ঘটনার শিকার ইমরান হাশমি
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:২৫:২৪


সংবাদ ছবি
ইন্দোনেশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৬
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৫৮:২০


Follow Us