• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৭:২১:৫৩ (22-Dec-2025)
  • - ৩৩° সে:

পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে আটক ৩

১৫ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:১২:১৩

সংবাদ ছবি

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণের অভিযোগে ৩ জন বালু উত্তোলনকারীকে আটক করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।

Ad

১৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে পদ্মা নদীর পাবনার দোগাছি চর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

Ad
Ad

আটকরা হলেন, পাবনা জেলার সদর থানা এলাকার দোয়ারা পাড়া পৌরসভার মৃত বাবলু ড্রাইভারের ছেলে মো. সুজন প্রামানিক (৪০), রাজাপুর গ্রামের মৃত মজির উদ্দিন প্রামানিকের ছেলে মো. শাজাহান প্রামানিক (৫০) ও আরিফপুর হাজিরহাট গ্রামের মো. তোফাজ্জল সরকারের ছেলে মো. হৃদয় সরকার (২০)।

এসময় তাদের কাছে থাকা বালু বোঝাই সাদা ও হলুদ রঙের ৬ চাকা বিশিষ্ট ২টি ড্রাম ট্রাক জব্দ করা হয়। যার একটির রেজিস্ট্রেশন নম্বর রংপুর মেট্রো ট-১১-০০১৮ ও অন্যটির রেজিস্ট্রেশন নম্বর পাবনা ট-১১-১০৯৯। দুইটি  ড্রাম ট্রাকে পদ্মা নদীর প্রায় ৪০০ ফুট বালু বোঝাই করা ছিল, যার আনুমানিক মূল্য ১৬০০ টাকার বেশি।

এবিষয়ে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ওসি সাইদুর রহমান বলেন, হাইকোর্টের রায় অনুসারে রাজবাড়ী হতে পাবনার পাকশি পর্যন্ত পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণের উপর নিষেধাজ্ঞা রয়েছে। যারা এই নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালায় নৌ-পুলিশ।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, পাবনা জেলার দোগাছি ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী চরে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করে ড্রাম ট্রাক গাড়ি যোগে বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩ জনকে হাতেনাতে আটক করি।

পরে আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান
২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:০২

সংবাদ ছবি
কেরানীগঞ্জে আড়তে জরিমানা ও অবৈধ কারখানা সিলগালা
২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:১১

সংবাদ ছবি
ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি
২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:৪০



সংবাদ ছবি
ওসমান হাদির ডিএনএ নমুনা সংরক্ষণের নির্দেশ
২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:৩৪

সংবাদ ছবি
ডেভিল হান্ট অভিযানে আ’লীগের ৬জনসহ ১৭ আটক
২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৩:৩১




Follow Us