• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ দুপুর ০২:২৯:১৬ (16-Dec-2025)
  • - ৩৩° সে:

আইপিএল মক নিলাম

মুস্তাফিজ বেঙ্গালুরুতে, গুজরাটে সাকিব

১৪ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:১৩:২৮

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর। তার আগে একটি মক নিলামের আয়োজন করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সাবেক এই স্পিনারের মক অকশানে দল পেয়েছেন তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

Ad

অশ্বিনের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত মক নিলামের দ্বিতীয় দিনে তোলা হয়েছিল তানজিম সাকিবের নাম। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। এই পেস বোলিং অলরাউন্ডারকে দলে পেতে নিলামের টেবিলে গুজরাট ছাড়া আর কেউই আগ্রহ দেখায়নি। ফলে ভিত্তি মূল্যেই তাকে দলে পেয়েছে টিম গুজরাট।

Ad
Ad

এর আগে গতকাল এই মক নিলামের প্রথম দিনে দল পেয়েছিলেন আরেক বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। মক নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। এই বাঁহাতি পেসারকে দলে পেতে নিলামের টেবিলে লড়াই করে টিম চেন্নাই ও টিম বেঙ্গালুরু। শেষ পর্যন্ত সাড়ে তিন কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নেয় টিম বেঙ্গালুরু।

পেসারদের ক্যাটাগরিতে মুস্তাফিজের নাম তোলা হলে সবার প্রথমে আগ্রহ দেখায় টিম বেঙ্গালুরু। ২ কোটি রুপিতেই যখন বিক্রি হয়ে যাচ্ছিলেন তখন আগ্রহ প্রকাশ করে চেন্নাই। পরবর্তীতে দুই ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরাই বাঁহাতি পেসারকে পেতে দাম বাড়াতে থাকেন। তবে ৩ কোটি ৫০ লাখ রুপিতে গিয়ে থামে বেঙ্গালুরু। চেন্নাই আর আগ্রহ না দেখানোয় বেঙ্গালুরু তাকে কিনে নেয়।

আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের মিনি নিলামে তানজিম সাকিব, মুস্তাফিজ ছাড়াও নাম আছে আরো ৫ বাংলাদেশির। তারা হলেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নলডাঙ্গায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
১৬ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:০৯:০৯


সংবাদ ছবি
সুব্রত বাইনের মেয়ে বিথি আটক
১৬ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:০১:৪২




Follow Us