• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ১১:৫৬:১৬ (20-Nov-2025)
  • - ৩৩° সে:

জেলাভিত্তিক ক্রিকেট সংস্থা গড়ে তোলা হবে: আসিফ আকবর

২০ নভেম্বর ২০২৫ সকাল ১১:৩৬:৫০

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং এজ গ্রুপ কমিটির চেয়ারম্যান শিল্পী আসিফ আকবর বলেছেন, জেলা ক্রীড়া সংস্থা থেকে বেরিয়ে প্রত্যেক জেলায় আলাদা করে জেলা ক্রিকেট সংস্থা গড়ে তোলা হবে। এতে করে জেলার ক্রিকেট কার্যক্রম আরও পরিকল্পিত ও গতিশীল হবে।

Ad

১৯ নভেম্বর বুধবার বিকেলে পঞ্চগড় স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

Ad
Ad

আসিফ আকবর বলেন, প্রত্যেক জেলায় শিগগিরিই ক্রিকেট লীগ শুরু হবে। আমরা জানি ক্রীড়া অধিদপ্তর থেকে টেন্ডারের মাধ্যমে যে সরঞ্জামগুলো কেনা হয়, সেগুলো খেলার মতো নয়। এখানে আমরা পরিবর্তন আনার পরিকল্পনা নিয়েছি।

তিনি আরও বলেন, সম্প্রতি মাদরাসা শিক্ষার্থীদেরও আমরা ক্রিকেট কাঠামোর সঙ্গে সংযুক্ত করেছি। আপনারা একটু খেয়াল করবেন পাকিস্তান, আফগানিস্তান এবং ইন্ডিয়ায় জাতীয় দলে মাদরাসা শিক্ষার্থীদের উঠে আসার ইতিহাস রয়েছে। এ কারণে আমরাও চাই প্রতিটি শিশুকে মূলধারার খেলাধুলায় আনা হোক।

বিসিবির এই পরিচালক বলেন, প্রাইম ব্যাংক ক্রিকেট টুর্নামেন্ট গত দশ বছর থেকে হচ্ছে। যেটার কোনো আউটকাম আমরা খুঁজে পাইনি। আমরা এটাকে নতুন আঙ্গিকে নিয়ে এসেছি। 

তিনি বলেন, এই প্রথম আমরা স্কুল ক্রিকেটারদের ডাটাবেজ তৈরি করতে যাচ্ছি। আমাদের প্রায় ২৩ লাখ নতুন জেনারেশন ড্রাগ এডিক্টেড। প্রায় দেড় কোটি মানুষ দেশে নাই। তাদের ফ্যামিলি অনেক দুর্ভোগে আছে। আমাদের প্রায় ৫ কোটি মানুষ ইনেক্টিভ। আমাদের টার্গেট হচ্ছে ক্লাস ফোর থেকে শুরু করা। যে কোনো মূল্যে আমরা বাংলাদেশের ক্রিকেটকে ক্যালেন্ডারে ৮ মাস রাখতে চাই। এ ছাড়া মেয়েদের জন্য বিশেষ সুবিধা থাকবে।

জেলা ক্রীড়া সংস্থার মেম্বার সেক্রেটারি আবুল হাসেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হাসানুজ্জামান, মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম ও বিসিবির আম্পায়ার সাকির বক্তব্য রাখেন। 

এ সময় স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্রিকেটার ও আম্পায়াররা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
রিটার্ন দাখিলের সময় বাড়ছে
২০ নভেম্বর ২০২৫ রাত ০৮:১৬:২১


সংবাদ ছবি
১৯ দিনে প্রবাসী আয় ২৪ হাজার কোটি টাকা
২০ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫১:১৩

সংবাদ ছবি
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
২০ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯:২৯

সংবাদ ছবি
চিরকুটে লিখে নিখোঁজ অতঃপর মরদেহ উদ্ধার
২০ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৬:৫৪



Follow Us