• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩২ রাত ০৩:৪৯:৩৯ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মৎস্যখাতে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় স্বর্ণপদক পেলেন এরশাদ মাহমুদ

২৬ জুলাই ২০২৩ বিকাল ০৪:২৩:১২

সংবাদ ছবি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় স্বর্ণপদক-২০২৩ পেয়েছেন রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া সুখবিলাস ফিসারিজ এন্ড প্লান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ। ২৫ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এ পদক প্রদান করা হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে পদক তুলে দেন । এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম ও মৎস্য অধিদফতরের মহাপরিচালক খ. মাহবুবুল হকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, এবছর নির্ধারিত ৯টি ক্ষেত্রের মধ্যে ৮টি ক্ষেত্রে স্বর্ণ, ৭টি ক্ষেত্রে রৌপ্য ও ৬টি ক্ষেত্রে ব্রোঞ্জ পদক দেয়া হয়েছে। এরমধ্যে সফল খামারি এরশাদ মাহমুদ স্বর্ণ পদক পেয়েছেন। এর আগেও তিনি ২০১৩ সালে জাতীয় মৎস্য পদক পেয়েছিলেন। সেসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে আনুষ্ঠানিকভাবে এ পদক গ্রহণ করেছিলেন তিনি।

এরশাদ মাহমুদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির ছোট ভাই। রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে তাঁর রয়েছে ৪৫টি মৎস্য প্রজেক্ট। এছাড়াও রয়েছে বিভিন্ন ফলজ, বনজ এবং ঔষধি গাছের বাগান, গরু-মহিষ ও বিলুপ্ত প্রাণী গয়ালের খামার, ধান, সূর্যমুখীসহ বিভিন্ন কৃষি প্রজেক্ট ।

বন্য গয়ালকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য ২০২১ সালের ৮ জানুয়ারি কৃষি ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পরিবর্তনের নায়ক ক্যাটাগরিতে স্ট্যান্ডার্ট চাটার্ড ব্যাংক-চ্যানেল আই কৃষি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এ ছাড়া কৃষি ক্ষেত্রে ইতিপূর্বে তিনি জেলা ও উপজেলা পর্যায়েও স্বীকৃতি অর্জন করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩