• ঢাকা
  • |
  • সোমবার ৭ই পৌষ ১৪৩২ ভোর ০৪:৫৯:৪৮ (22-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

খোশরোজ শরিফ’র ‘আলোর পথে’ ও ‘দি মেসেজে’র মহিলা মাহফিল

নিজস্ব প্রতিবেদক: বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৯৭ তম খোশরোজ শরিফ’র মহিলা মাহফিল চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউসিং সোসাইটি ‘কুঞ্জে আফিয়াতে’ অনুষ্ঠিত হয়।২০ ডিসেম্বর শনিবার এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলা সংগঠন ‘আলোর পথে’ ও ‘দি মেসেজে’র যৌথ উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।মাহফিলে আলোচ্য বিষয় এর উপর আলোচনা করেন উম্মুল আশেকিন মনোয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মো. আবুল কালাম। তিনি তার বক্তব্যে বলেন, গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)’র বেলায়তের যুগপৎ উত্তরাধিকারী ছিলেন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.), যাঁর তাজকেরার মাধ্যমে সাধারণ মানুষ আল্লাহর রহমত লাভ করতে পারে।অ্যাডভোকেট শাহজাদী ইয়াসমিন মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা করেন হামিদা রশিদ সুমাইয়া, নাতে রাসূল পাঠ করেন ওয়াসিমা রহমান প্রিয়ন্তী এবং পবিত্র মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন ওয়াজিহার রহমান প্রিয়তা। পরিশেষে দেশের মঙ্গল কামনা এবং বিশ্বের নিপীড়িত মুসলমানের জন্য সাহায্য কামনা করে আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়।