ডেস্ক রিপোর্ট: আজ ১৬ জানুয়ারি শুক্রবার পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত এই রাতটি ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগি ও প্রার্থনার মধ্য দিয়ে পালন করবেন।

হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে মহান আল্লাহর বিশেষ অনুগ্রহে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) মেরাজে গমন করেন এবং মহান আল্লাহর দিদার লাভের সৌভাগ্য অর্জন করেন। এই ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়েই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়।


ইসলামের ইতিহাস অনুযায়ী, মহান আল্লাহর নির্দেশে এই বরকতময় রাতে ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহণ করে মহানবী (সা.) ঊর্ধ্বাকাশে ভ্রমণের বিশেষ মর্যাদা লাভ করেন, যা ‘মেরাজ’ নামে পরিচিত। এ সময় তিনি সিদরাতুল মুনতাহা, বেহেশতের নদী, ফেরেশতাদের ইবাদতকেন্দ্র বায়তুল মামুরসহ বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন।
এই কারণে মুসলমানদের কাছে শবে মেরাজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সম্মানিত একটি রাত।
এ রাতে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির-আজকার ও দোয়া-মোনাজাতসহ বিভিন্ন ইবাদত পালন করে থাকেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available