• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৯:১০ (15-Jan-2026)
  • - ৩৩° সে:

বিপিএল খেলতে মাঠে যায়নি ক্রিকেটাররা, ডেকেছে সংবাদ সম্মেলন

১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৪৮:৩৫

বিপিএল খেলতে মাঠে যায়নি ক্রিকেটাররা, ডেকেছে সংবাদ সম্মেলন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রথম ম্যাচটি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

Ad

১৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১টায় সংবাদ সম্মেলন ডেকেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

Ad
Ad

আজ দুপুর ১টায় চট্টগ্রাম ও নোয়াখালীর মধ্যকার ম্যাচ দিয়ে বিপিএলের দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বিসিবির পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ক্রিকেটাররা সব ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপে বাংলাদেশ দল অংশগ্রহণ না করলে খেলোয়াড়দের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে ক্রিকেটারদের নিয়ে তির্যক মন্তব্য করেন নাজমুল ইসলাম।

তিনি বলেন, খেলোয়াড়দের ক্ষতিপূরণ চাওয়ার প্রশ্নই ওঠে না এবং বিসিবি তাদের পেছনে বিপুল খরচ করলেও কোনো বৈশ্বিক সাফল্য আসেনি। এমনকি তিনি খরচের দায়ভার খেলোয়াড়দের কাছ থেকে ফেরত নেওয়ার কথাও বলেন।

নাজমুল ইসলামের এসব মন্তব্য গ্রহণযোগ্য নয় বলে মনে করছে কোয়াব। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন এক ভিডিও বার্তায় বলেন, ‘উনি যেভাবে আমাদের সব ক্রিকেটারকে নিয়ে মন্তব্য করেছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উনি যদি আগামীকাল ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব।’

এদিকে জানা গেছে, নির্ধারিত সময়ে মাঠে যাওয়ার কথা থাকলেও কোনো দলের ক্রিকেটারই হোটেল ছাড়েননি। ফলে বিপিএলের ঢাকা পর্বের আজকের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কোয়াবের ডাকা সংবাদ সম্মেলনে পরবর্তী করণীয় ও আন্দোলনের বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান
১৫ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:১৯

এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
১৫ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১৭:৪৫

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করল বিসিবি
অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করল বিসিবি
১৫ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:২৮



তিস্তা চরে বোরো চাষে ব্যস্ত কৃষক
তিস্তা চরে বোরো চাষে ব্যস্ত কৃষক
১৫ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৩৯:০২




Follow Us