স্পোর্টস ডেস্ক: নিজের শততম টেস্ট ম্যাচটি সেঞ্চুরিতে রাঙালেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিক। আর এই গৌরবময় অধ্যায়ে বিশ্বের ১১তম ব্যাটার হিসেবে তিন অংক স্পর্শ করে ইতিহাসে নাম লেখালেন মুশি।

টেস্ট ক্রিকেটের দেড়শ’ বছরের ইতিহাসে মুশফিকসহ এখন পর্যন্ত মাত্র ৮৪ জন ক্রিকেটার শততম টেস্ট খেলার গৌরব অর্জন করেছেন। তার মধ্যে ১০ জন ব্যাটার তিন অংক স্পর্শ করার সুযোগ পেয়েছেন। এবার ১১তম ব্যাটার হিসেবে তিন অংক স্পর্শ করলেন মুশফিকুর রহিম।


তাই তো মুশফিক বন্দনায় মজেছেন ক্রিকেট বিশ্ব।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছে যান মুশফিকুর রহিম। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেলো মুশির নাম।
টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এর আগে শততম টেস্টে শতরানের কৃতিত্ব রয়েছে মাত্র ১০ জন ব্যাটারের। তারা হলেন- কলিন ক্রাউড্রে, জাভেদ মিয়াদাঁদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, রিকি পন্টিং, ইনজামাম-উল হক, জো রুট, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, ডেভিড ওয়ার্নারের।
প্রথম বাংলাদেশি হিসেবে এমন কীর্তি গড়ার পর অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি তার ইনিংস। ৯৮.১ ওভারেই বামহাতি স্পিনার হামফ্রিজের ঘূর্ণিতে ১০৬ রানে কাটা পড়েন মুশফিক। এটি ছিল তার ১৩তম সেঞ্চুরি। তার ২১৪ বলের ইনিংসে ছিল ৫টি চার। তাতে ভেঙেছে লিটন-মুশফিকের ১০৮ রানের পঞ্চম উইকেট জুটি।
২০ বছর আগে ক্রিকেট তীর্থ লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন মুশফিকুর রহিম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available