• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই মাঘ ১৪৩২ বিকাল ০৪:২৫:৩০ (30-Jan-2026)
  • - ৩৩° সে:

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

২৭ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪৮:৩৫

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৭ ডিসেম্বর শনিবার সকাল ১১টা ৩০ মিনিটের দিকে কবর জিয়ারত করেন।

Ad

এর আগে, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়িবহরকে স্বাগত জানায় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

Ad
Ad

এর আগে, সকাল ১০টা ৪০ মিনিটের দিকে শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান। এরপর তারেক রহমান আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবেন। তবে বিএনপির মিডিয়া সেল ফেসবুক পোস্টে জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের আহত না থাকায় তারেক রহমান পঙ্গু হাসপাতালে যাবেন না।

উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেলে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তারেক রহমান। ১৯ বছর পর প্রয়াত রাষ্ট্রপতির সমাধিতে গিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে দুই হাত তুলে নিজেই দোয়া করেন তিনি। দলটির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে। পরে সড়কের জনস্রোত ঠেলে জিয়াউর রহমানের সমাধি থেকে সাভার পৌঁছাতে প্রায় ৫ ঘণ্টা সময় লেগে যায়। নীরবে দাঁড়িয়ে থেকে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। স্বাক্ষর করেন স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার অস্ত্রোপচার হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে নেয়া হয়েছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পরদিন ১৯ ডিসেম্বর রাতে তার মরদেহ দেশে পৌঁছায়। এরপর ২০ ডিসেম্বর ময়নাতদন্ত শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চাঁদপুর মতলব উত্তরে ইয়াবাসহ ভাই-বোন আটক
চাঁদপুর মতলব উত্তরে ইয়াবাসহ ভাই-বোন আটক
৩০ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:১১:০২



এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
৩০ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৫৯:১৫

ফের বাড়তে পারে শীতের তীব্রতা
ফের বাড়তে পারে শীতের তীব্রতা
৩০ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৫৪:০২



সোনার দাম ভরিতে কমলো ১৪ হাজার
সোনার দাম ভরিতে কমলো ১৪ হাজার
৩০ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:০৭:৫২



Follow Us