• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৫:২৬ (26-Dec-2025)
  • - ৩৩° সে:

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়াই আমাদের লক্ষ্য: আসিফ মাহমুদ

২৬ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:১১:৪৬

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা–১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

Ad

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর হাজারীবাগের গণকটুলী সিটি কলোনিতে আয়োজিত শ্রীশ্রী তারকব্রক্ষ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Ad
Ad

ধর্মীয় এই আয়োজনে অংশগ্রহণ শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কলোনির অভ্যন্তরে বিভিন্ন ধর্ম, শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের দৈনন্দিন জীবনসংক্রান্ত সমস্যা, প্রত্যাশা ও মতামত মনোযোগসহকারে শোনেন।

মতবিনিময়কালে তিনি পারস্পরিক সহাবস্থান, সামাজিক ঐক্য এবং ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় উন্নয়ন, নাগরিক সেবা, শিক্ষা ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে তার ভাবনার কথাও উপস্থিতদের সঙ্গে ভাগ করে নেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে একজন সংসদ সদস্য পদপ্রার্থীর সরাসরি অংশগ্রহণ সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের দূরত্ব কমায়। তাদের মতে, এমন উপস্থিতি মানুষের মধ্যে আস্থা তৈরি করে এবং সমাজে সৌহার্দ্য ও ঐক্যের বার্তা পৌঁছে দেয়।

অনুষ্ঠান শেষে এলাকাবাসী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজনে জনপ্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশ নেবেন এবং জনগণের কথা সরাসরি শোনার মাধ্যমে এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা
২৬ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:১৬:২৪




Follow Us