নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের গণআকাঙ্ক্ষা আংশিক হলেও ট্রাইবুনালের রায়ে পূরণ হয়েছে।

১৭ নভেম্বর সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা পর প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।


গোলাম পরওয়ার বলেন, কোনো একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজার এ ঘটনা ইতিহাসে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।
বিচার স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, বিগত দিনের সকল গণহত্যা-অপরাধের বিচার এখন সময়ের দাবি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো অপরাধীই যে আইনের উর্ধ্বে নয় সেটির উদাহরণ আজকের এ রায়, আগামী দিনে বিচার কাজের সঙ্গে জড়িত কেউ যেন কর্তৃত্ববাদী না হয়ে ওঠেন সেই শিক্ষা দেবে আজকের এই ঘটনা।
এ সময় তিনি আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে দেওয়া এখন ভারতের দায়িত্ব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available