• ঢাকা
  • |
  • রবিবার ৭ই পৌষ ১৪৩২ দুপুর ১২:০৫:৫৫ (21-Dec-2025)
  • - ৩৩° সে:

তারেক রহমানের ফ্লাইট থেকে সরিয়ে নেয়া হলো দুই কেবিন ক্রু

২১ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০১:১০

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটে ঢাকা আসবেন, সেটির দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। 

Ad

তারা হলেন জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডস জিনিয়া ইসলাম।

Ad
Ad

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার)।

সূত্র জানায়, রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দুইজনের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। তারা নিয়মিত শেখ সেলিমের ফ্লাইট পরিচালনা করতেন।

এদিকে তারেক রহমানকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ২৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা। ফ্লাইটটিতে তারেক রহমানের পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন।

বিমান সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ভিআইপি যাত্রীর নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ থাকায় তাদের দায়িত্ব থেকে সরানো হয়েছে। তাদের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে, গত ২ মে একই কারণে খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকেও দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
লা লিগায় জয় দিয়ে জন্মদিন রাঙালেন এমবাপ্পে
২১ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪৭:৩৩


সংবাদ ছবি
ভারত- পাকিস্তান ফাইনালসহ টিভিতে আজকের খেলা
২১ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:২০:৫৮

সংবাদ ছবি
বকশীগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় রুপিসহ আটক ১
২১ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:০৮:৩৩







Follow Us