• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই মাঘ ১৪৩২ রাত ১১:৫৯:০৫ (31-Jan-2026)
  • - ৩৩° সে:

রোকেয়া দিবসে ৫ নারীর হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

৯ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:৩৮:২০

রোকেয়া দিবসে ৫ নারীর হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পাঁচজন বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক-২০২৩ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯ ডিসেম্বর শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত থেকে তিনি পদক তুলে দেন।

Ad

বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে দেশের বিশিষ্ট এই পাঁচ নারীকে বেগম রোকেয়া পদক দেয়া হয়েছে।

Ad
Ad

এবার রোকেয়া পদক পেয়েছেন নারী শিক্ষায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম নারী উপাচার্য খালেদা একরাম, (মরণোত্তর), নারী অধিকার প্রতিষ্ঠায় চিকিৎসক হালিদা হানুম আখতার, নারীর আর্থসামাজিক উন্নয়নে নেত্রকোনার কামরুন্নেছা আশরাফ দিনা (মরণোত্তর), পল্লী উন্নয়নে ঠাকুরগাঁওয়ের রনিতা বালা এবং নারী জাগরণে উদ্বুদ্ধকরণে নিশাত মজুমদার।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।

নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার কর্ম ও আদর্শকে সামনে রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অনন্য অর্জনের জন্য প্রতি বছর ৯ ডিসেম্বর বেগম রোকেয়া পদক দেওয়া হয়।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। সে সময় মুসলিম সমাজে মেয়েদের লেখাপড়া শেখানোর কোনো চল ছিল না। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও পরিবারের সবার অগোচরে তার বড় ভাইয়ের কাছে উর্দু, বাংলা, আরবি ও ফারসি পড়তে এবং লিখতে শেখেন। তার জীবনে শিক্ষালাভ ও মূল্যবোধ গঠনে তার ভাই ও বড় বোন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

স্বামীকে নিয়ে যা বললেন শবনম ফারিয়া
স্বামীকে নিয়ে যা বললেন শবনম ফারিয়া
৩১ জানুয়ারী ২০২৬ রাত ১১:২৫:৪৫








দোয়ারাবাজারে অবৈধভাবে মাটি উত্তোলনে জরিমানা
দোয়ারাবাজারে অবৈধভাবে মাটি উত্তোলনে জরিমানা
৩১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:১৩



Follow Us