• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৬:৪৭ (15-Jan-2026)
  • - ৩৩° সে:

ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট পর্যালোচনার শুনানি আজ

১৫ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:২২:৪৩

ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট পর্যালোচনার শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় দাখিল করা চার্জশিট পর্যালোচনার শুনানি আ ১৫ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা চার্জশিট গভীরভাবে পর্যালোচনার জন্য দুই দিনের সময় চাইলে আদালত তা মঞ্জুর করে এই তারিখ নির্ধারণ করেন।

Ad

আদালত সূত্রে জানা গেছে, ১২ জানুয়ারি সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

Ad
Ad

একই সঙ্গে মামলায় রাষ্ট্রপক্ষকে সহায়তার জন্য আদালত তিনজন আইনজীবী নিয়োগ দেন। তারা হলেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুস সোবহান তরফদার, ব্যারিস্টার এস এম মইনুল করিম ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুস্তাফিজুর রহমান মুকুল।

চার্জশিট সংক্রান্ত কার্যক্রম উপলক্ষে সেদিন আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের নেত্রী শান্তা আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। রাষ্ট্রপক্ষে আইনজীবী নিয়োগ ও সময় আবেদনের বিষয়ে বাদী সম্মতি জানান।

শুনানিকালে রাষ্ট্রপক্ষে নিয়োগপ্রাপ্ত আইনজীবীরা জানান, চার্জশিটের প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার জন্য দুই দিন সময় প্রয়োজন। তারা বলেন, মঙ্গলবার ও বুধবার চার্জশিট পরীক্ষা করে আজ বৃহস্পতিবার আদালতে জানানো হবে, চার্জশিট গ্রহণ করা হবে নাকি এতে নারাজি জানানো হবে। আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।

শুনানি শেষে আইনজীবীরা সাংবাদিকদের বলেন, শরীফ ওসমান হাদি আজীবন ন্যায়বিচারের পক্ষে কথা বলেছেন। তার আদর্শ সামনে রেখে চার্জশিটটি পর্যালোচনা করা হচ্ছে, যাতে কোনো নির্দোষ ব্যক্তি শাস্তির মুখে না পড়েন। তারা জানান, মামলায় গ্রেফতার ১৭ জনের মধ্যে ৯ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এর আগে ৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরদিন বিচারক চার্জশিটটি ‘দেখিলাম’ বলে স্বাক্ষর করেন এবং আপত্তি থাকলে ১২ জানুয়ারি আদালতে জানাতে বাদীকে নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৯ ডিসেম্বর মরদেহ দেশে আনা হয় এবং ২০ ডিসেম্বর শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে দাফন করা হয়।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর রাতে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। পরে শরীফ ওসমান হাদির মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান
১৫ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:১৯

এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
১৫ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১৭:৪৫

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করল বিসিবি
অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করল বিসিবি
১৫ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:২৮



তিস্তা চরে বোরো চাষে ব্যস্ত কৃষক
তিস্তা চরে বোরো চাষে ব্যস্ত কৃষক
১৫ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৩৯:০২




Follow Us