• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে পৌষ ১৪৩২ সকাল ১১:৪৩:৪০ (09-Jan-2026)
  • - ৩৩° সে:

বড় জয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা

৮ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৫৪:৩৪

বড় জয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠার পথে অ্যাথলেটিক বিলবাওকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। পুরো ম্যাচজুড়েই হ্যান্সি ফ্লিকের শিষ্যরা দাপট দেখায়। মাত্র ১৬ মিনিটের ব্যবধানে ৪ গোল করে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কাতালানরা। বিরতির পর আরও এক গোল করে ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত করে তারা।

Ad

৭ জানুয়ারি বুধবার দিবাগত রাতে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে সেমিফাইনালে মুখোমুখি হয় বার্সা ও বিলবাও। ম্যাচে ৮০ শতাংশ বল দখলে রেখে বার্সেলোনা ১৪টি শট নেয়, যার ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে বিলবাওয়ের ৯ শটের মধ্যে ৪টি লক্ষ্যে ছিল। বড় জয়ে বার্সার হয়ে রাফায়েল রাফিনিয়া দুটি এবং ফেররান তোরেস, ফারমিন লোপেজ ও রুনি বার্ধগি একটি করে গোল করেন।

Ad
Ad

স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে প্রথম দল হিসেবে সেমিফাইনালের প্রথমার্ধেই চার গোল করে বার্সেলোনা। ম্যাচে তাদের প্রথম লক্ষ্যে রাখা শটটি আসে ১৬ মিনিটে, পেদ্রির শটটি ঠেকান গোলরক্ষক উনাই সিমোন। কিছুক্ষণ পর লোপেজ একটি সুযোগ নষ্ট করেন। তবে ২১ মিনিটে তোরেসের দূরপাল্লার শটে লিড নেয় বার্সা।

৩০ মিনিটে রাফিনিয়ার পাস থেকে লোপেজ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৩৪ মিনিটে লোপেজের বাড়ানো বল থেকে বার্ধগির নিচু শট গোললাইন পার হয়। চার মিনিট পর বার্ধগির পাসে বুলেট গতির শটে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। ৪২ মিনিটে বিলবাওয়ের একটি শট পোস্টে লেগে ফিরে আসে।

বিরতির পরও আক্রমণাত্মক থাকে বার্সেলোনা। ৫২ মিনিটে রাফিনিয়া দলের পঞ্চম গোলটি করেন। ৬৫ মিনিটে তাকে বদলি করে নামানো হয় মার্কাস রাশফোর্ডকে, বার্ধগির জায়গায় আসেন লামিনে ইয়ামাল। এরপর কয়েকটি সুযোগ তৈরি হলেও আর গোল হয়নি।

লা লিগায় টানা ৯ ম্যাচ জেতা বার্সেলোনা চলতি মৌসুমের প্রথম শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গেছে। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে আজ (বৃহস্পতিবার), যেখানে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৯ জানুয়ারী ২০২৬ সকাল ১১:১৭:১৯

পাবনার ২টি আসনে নির্বাচন স্থগিত করল ইসি
পাবনার ২টি আসনে নির্বাচন স্থগিত করল ইসি
৯ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৩৯:৩১








Follow Us