বিনোদন ডেস্ক: প্রভাস অভিনীত নতুন ছবি ‘দ্য রাজা সাব’ মুক্তির মাত্র একদিনের মধ্যে অনলাইনে অবৈধভাবে ছড়িয়ে পড়েছে।

৯ জানুয়ারি শুক্রবার সংক্রান্তির আগে মুক্তি পাওয়া এই হরর-কমেডি ছবি প্রেক্ষাগৃহে তাজা, কিন্তু পাইরেসির সঙ্গে সরাসরি লড়াই শুরু করেছে।


ঘটনার সূত্রপাত হয় প্রবাসী ভারতীয়দের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে। সেখানে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে দেখা যায় যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি রেস্তোরাঁয় টিভির পর্দায় চলছিল ছবিটির পাইরেটেড কপি। পোস্টটি পরে মুছে ফেলা হলেও ভিডিওটি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পাইরেসির খবরের মধ্যেও বিদেশের বাজারে ছবিটির ব্যবসা ভালোই চলছে। মার্কিন পরিবেশক প্রতিষ্ঠান প্রত্যঙ্গীরা সিনেমাস জানিয়েছে, মাত্র দুই দিনে যুক্তরাষ্ট্রে ছবিটি আয় করেছে ২০ লাখ ডলারের বেশি। বিশ্বজুড়ে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৩৮ কোটি ৩০ লাখ টাকা।
হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশও বিষয়টি নিয়ে তৎপর। সম্প্রতি কুখ্যাত পাইরেট ওয়েবসাইট ‘আইবোম্মা’ পরিচালকের গ্রেফতারের পর নজর দেওয়া হয়েছে আরও কয়েকটি অবৈধ সাইটের দিকে। পুলিশ জানাচ্ছে, ‘৫মুভিরুলজ’ ও ‘১তামিলএমভি’ নামের সাইট দুটি শ্রীলঙ্কা থেকে পরিচালিত হচ্ছে এবং নতুন মুক্তি পাওয়া ছবিগুলো অনলাইনে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
‘দ্য রাজা সাব’ পরিচালনা করেছেন মারুতি। প্রযোজনা প্রতিষ্ঠান পিপল মিডিয়া ফ্যাক্টরি ও আইভি এন্টারটেইনমেন্ট। ছবিতে প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, নিধি আগরওয়াল, মালবিকা মোহনান, ঋদ্ধি কুমার ও জারিনা ওয়াহাব। গল্পে দেখা যায়, এক ব্যক্তি তার নিখোঁজ দাদার খোঁজে নামতে গিয়ে পরিবারের অতীতের অন্ধকার রহস্যের মুখোমুখি হয়। মুক্তির পর সমালোচকদের প্রতিক্রিয়া মিশ্র।
নির্মাতারা আশা করছেন দ্রুত অবৈধ কপি বন্ধ হবে এবং দর্শক ছবিটি হলে গিয়েই দেখবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available