ইইউবি প্রতিনিধি : ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তিন শিক্ষার্থী গ্রিসের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল টেকনিক্যাল ইউনিভার্সিটি অব অ্যাথেন্স (NTUA)-এ মাস্টার অব সায়েন্স (M.Sc.) প্রোগ্রামে ফুল স্কলারশিপ অর্জন করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইউরোপিয়ান ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১তম ব্যাচের এই তিন শিক্ষার্থী আগামী স্প্রিং-২০২৬ সেশনে NTUA-এর “Analysis and Design of Structure” এমএসসি প্রোগ্রামে ভর্তি হবেন। তাদের সম্পূর্ণ শিক্ষাব্যয় আন্তর্জাতিক বৃত্তির মাধ্যমে বহন করা হবে।


ফুল ফ্রি স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ইমত উল্লাহ, মো. মামুন এবং মো. ওয়ালী তিনজনই ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন।
এ বিষয়ে স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীরা বলেন, এই সাফল্যের পেছনে আমাদের ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ স্যার এর ভূমিকা ছিল অতুলনীয়। তার দিকনির্দেশনায় আজ এ সাফল্য অর্জন করতে পেরেছি। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির বিভাগীয় পর্যায় থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহায়তা কখনো ভুলতে পারবো না।
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো. গোলাম মরতুজা বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা নিশ্চিত করাই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। শিক্ষক কর্মচারীদের একত্র চেষ্টায় বিশ্ববিদ্যালয়টি দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি অর্জন করছে এবং শিক্ষার্থীদের বৈশ্বিক উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখছে। গ্রিসের মতো একটি উন্নত দেশের শীর্ষ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ফুল স্কলারশিপ অর্জন বাংলাদেশের উচ্চশিক্ষার মান ও সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। ভবিষ্যতেও আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি করে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ কাজ করে যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available