জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য ও সার্বিক সহায়তা দিতে হেল্পডেস্ক স্থাপন করেছে জবি শাখা সনাতন বিদ্যার্থী সংসদ।

২৬ ডিসেম্বর শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন স্থানে এ হেল্পডেস্ক কার্যক্রম শুরু হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত তথ্য প্রদান, বিভাগভিত্তিক দিকনির্দেশনা, ভর্তি পরীক্ষার ইউনিট সংক্রান্ত সহায়তা, আসনবিন্যাস ও বিভিন্ন বিষয়ে প্রাথমিক পরামর্শ দিচ্ছেন সংগঠনটির সদস্যরা।


সংগঠন সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দূরদূরান্ত থেকে আগত শিক্ষার্থীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং সঠিক তথ্যের অভাবে বিভ্রান্তিতে না পড়েন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এবিষয়ে সংগঠনের সভাপতি সুমন কুমার দাশ জানান, “দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু বিদ্যার্থীদের যেকোনো সহায়তা দিতে সনাতন বিদ্যার্থী সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সব সময় পাশে আছে এবং থাকবে।”
সাধারণ সম্পাদক দীপা দেবনাথ জানান, “সনাতন বিদ্যার্থী সংসদ সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীদের মানসিক প্রস্তুতি, দিকনির্দেশনা দেওয়ার উদ্দেশ্যেই আমরা এই সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছি। আমরা বিশ্বাস করি, শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ই একটি সুন্দর সমাজ গঠনের মূল ভিত্তি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”
ভর্তিচ্ছু এক শিক্ষার্থী জানান, “ক্যাম্পাসে এসে অনেক কিছুই বুঝতে পারছিলাম না। হেল্পডেস্ক থেকে ইউনিট, ভবন ও অন্যান্য তথ্য পেয়ে অনেক উপকার হয়েছে।”
সংগঠনটি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ভর্তি পরিক্ষায় তাদের এ সেবা কার্যক্রম চালু থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available