ইইউবি প্রতিনিধি : ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট পর্যন্ত রাস্তা পাকা করণের ব্যবস্থা। বিভিন্ন সময়ে দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি। সম্প্রতি বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) বর্তমান চেয়ারম্যান আহমেদ ফরহাদ খানের উদ্যোগে শিক্ষার্থীদের এ দাবির বাস্তবায়ন শুরু হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয় অভিমুখী যাতায়াত সহজ হওয়ায় শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালু, খেলার মাঠ উন্নয়নসহ একাধিক প্রকল্প ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছে ইউনিভার্সিটি প্রশাসন।


গত মঙ্গলবার গাবতলী প্রধান সড়ক থেকে ইইউবির প্রবেশদ্বার পর্যন্ত রাস্তা সংস্কার ও পাকা করণের কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিওটি চেয়ারম্যান আহমেদ ফরহাদ খান বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রুত সময়ে পূরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষ একযোগে কাজ করছে। শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও আধুনিক পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সড়ক সংস্কার কাজ শেষ হলে এলাকাটি আরও প্রাণবন্ত, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশে রূপ নেবে।
শিক্ষার্থী মোমিনুল হক হামিম বলেন, বর্তমান বিওটি চেয়ারম্যান আমাদের অনেক দাবির বাস্তবায়ন করেছেন। শিক্ষার্থীদের সুবিধা ও অধিকার নিশ্চিত হওয়ায় আমরা কৃতজ্ঞ।
ইসরাত জাহান তন্নি বলেন, ইউনিভার্সিটির নিজস্ব বাস সার্ভিস চালু হওয়ায় দূর থেকে আসা শিক্ষার্থীরা উপকৃত হচ্ছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজও চলছে। স্থানীয় বাসিন্দা, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার জনগণের সহযোগিতায় রাস্তা পাকা করণের কাজটি বাস্তবায়ন করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available