• ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই কার্তিক ১৪৩২ রাত ১১:৫৭:২০ (31-Oct-2025)
  • - ৩৩° সে:

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থীরাই হবে আগামীর পাথেয় : নোবিপ্রবি উপাচার্য

৩১ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৫৫:২০

সংবাদ ছবি

নোবিপ্রবি প্রতিনিধি : বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থীরাই হবে আগামীর পাথেয় বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। নোয়াখালীর কোম্পানীগঞ্জে বামনী ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad

৩০ অক্টোবর বৃহস্পতিবার কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট এ টি এম ফিরোজ আলমের সভাপতিত্বে কলেজে অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব আজগর আলী ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ এস এম কামাল উদ্দিন।

Ad
Ad

অনুষ্ঠানে বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব আজগর আলী বলেন, ‘জীবনে সফলকাম হতে হলে এখন থেকেই নিজের ক্যারিয়ারের লক্ষ্য নিজেকেই ঠিক করতে হবে। নিজের সাফল্যের পথ নিজেকেই সৃজন করতে হবে, তবেই জীবনে সোনার হরিণের দেখা পাওয়া যাবে। ছাত্রজীবনে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। পৃথিবীতে যারাই বিখ্যাত হয়েছেন, তাদের জীবনী দেখলে অক্লান্ত শ্রম ও মেধার সমন্বয় পাওয়া যায়।’

প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘সমাজের অসঙ্গতি ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই জুলাই বিপ্লব সংগঠিত হয়। আগামী দিনে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা আজকের শিক্ষার্থীদের অভিপ্রায়। বর্তমান যুগে শুধুমাত্র একাডেমিক পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে চলবে না। পড়াশোনার পাশাপাশি খেলধুলা ও অন্যান্য সহ-শিক্ষা কার্যক্রমে পারদর্শী হতে হবে। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, মেশিন লার্নিং ও ইন্টারনেট অব থিংসসহ কম্পিউটারের বিভিন্ন প্রায়োগিক বিষয়ে দক্ষতা অর্জন করলে ছাত্র-ছাত্রীরা সামনে এগিয়ে যেতে পারবে।’

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য আরও বলেন, কেউ যদি পরিশ্রম করে এবং জ্ঞান অন্বেষণ করে তাহলে সে কখনো বিমুখ হবে না। সৃষ্টিকর্তা যে মেধা তোমাকে দিয়েছেন সেটাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। তোমরা তোমাদের মেধাকে সমাজের কল্যাণের জন্য কাজে লাগাবে। তোমাদের পরিকল্পনা এবং প্রচেষ্টা দুটোই থাকতে হবে। তুমি তোমার জীবনকে কিভাবে সাজাতে চাও সে পরিকল্পনা এখনই করতে হবে। সামনে তোমাদের আরও অনেক প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। সেই পথে সাফল্য পেতে হলে, শিক্ষার্থীদের একটাই অস্ত্র রয়েছে সেটা হলো মেধা এবং পরিশ্রম।’

অনুষ্ঠানে কলেজ পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও অবিভাভকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কলেজের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
নির্বাচন ফেব্রুয়ারিতেই, ডিসেম্বরে তফসিল: ইসি
৩১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:৫১






সংবাদ ছবি
ডেঙ্গুতে মৃত্যু শূন্য দিনে হাসপাতালে ৫০৬
৩১ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:২৪:৪৯


Follow Us