• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই কার্তিক ১৪৩২ দুপুর ০২:১০:২২ (30-Oct-2025)
  • - ৩৩° সে:

নারী শিক্ষার্থীদের নিয়ে ইবি শিক্ষকের অশালীন বক্তব্যের প্রতিবাদে ছাত্রসংগঠনের নিন্দা

৩০ অক্টোবর ২০২৫ সকাল ১০:৫৭:৫৫

সংবাদ ছবি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নাসিরুদ্দিন মিঝি কর্তৃক নারী শিক্ষার্থীদের নিয়ে অশালীন ও আপত্তিকর বক্তব্য এবং আন্দোলনকারী শিক্ষার্থীকে হুমকি প্রদান করায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে  ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও  ছাত্র ইউনিয়ন ইবি সংসদ।

Ad

২৯ অক্টোবর বুধবার দুটি পৃথক সংবাদ বিবৃতিতে এ নিন্দা জানায় সংগঠন দুটির নেতৃবৃন্দ।

Ad
Ad

বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের সময় আন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের সম্পর্কে উক্ত শিক্ষক অনভিপ্রেত ও নিন্দনীয় মন্তব্য করেছেন। এই ধরনের বক্তব্য কেবল নারী শিক্ষার্থীদের মর্যাদাহানি নয়, বরং চলমান ন্যায়সঙ্গত আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা।

নেতৃবৃন্দ আরও বলেন, অবিলম্বে ওই শিক্ষককে প্রকাশ্যে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে উক্ত বক্তব্য প্রত্যাহার করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে শাস্তির ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন নারীবিদ্বেষী বক্তব্য দেওয়ার সাহস না পায়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল প্রগতিশীল শক্তিকে নারী শিক্ষার্থীদের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।

অপর এক বিবৃতিতে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে শহীদ সাজিদ আব্দুল্লাহর হত্যার বিচারের দাবিতে আন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর ও অশালীন বক্তব্য প্রদান করেন। একজন শিক্ষকের এই বক্তব্য নারীদের মর্যাদা হানিকর এবং আন্দোলনকে অন্য খাতে প্রভাবিত করার অপচেষ্টা মাত্র।

তারা আরও বলেন, একজন শিক্ষক হিসেবে এ ধরনের বক্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনতা ও নিন্দনীয়, যা শিক্ষাঙ্গনের পরিবেশে কোনোভাবেই কাম্য নয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
ঝিনাইদহে মহিলা দলের মতবিনিময় সভা
৩০ অক্টোবর ২০২৫ দুপুর ১২:২৫:৪৭

সংবাদ ছবি
কুমিল্লার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
৩০ অক্টোবর ২০২৫ দুপুর ১২:১৯:০১

সংবাদ ছবি
আজকের পর বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম
৩০ অক্টোবর ২০২৫ দুপুর ১২:১৭:৪৩

সংবাদ ছবি
নড়াইলে ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল
৩০ অক্টোবর ২০২৫ সকাল ১১:৫২:৫০


Follow Us