• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই কার্তিক ১৪৩২ রাত ০৮:৪৯:৫৮ (28-Oct-2025)
  • - ৩৩° সে:

হাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্যোগে এগ্রো পুষ্টি হাব

২৮ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:০৬:৪৯

সংবাদ ছবি

হাবিপ্রবি প্রতিনিধি : স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে সঠিক খাদ্যাভ্যাস, পুষ্টি জ্ঞান এবং স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে 'আমার প্লেট, আমার পুষ্টি' নামের একটি প্রকল্প পরিচালিত হচ্ছে।

Ad

হাবিপ্রবি শিক্ষার্থীদের সমম্বয়ে গড়ে ওঠা ‘এগ্রো পুষ্টি হাব’ নামের একটি প্লাটফর্মের মাধ্যমে এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

Ad
Ad

প্রকল্পের অংশ হিসেবে হাবিপ্রবি স্কুলে একাধিকবার সার্ভে ও শিক্ষামূলক সেশন সম্পন্ন হয়েছে। কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে হাতে-কলমে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবারের ধারণা দেওয়া ছাড়াও ফ্লিপকার্ড, ফুড কার্ড ও বই বিতরণ করা হয়।

Ad

এই প্রকল্পে অংশ নেওয়া মো. দ্বীন ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন,‘আমরা চাই স্কুল থেকেই শিশুদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও খাদ্য অপচয় রোধের মানসিকতা গড়ে উঠুক। যাতে তারা ভবিষ্যতে টেকসই খাদ্য ব্যবস্থার নেতৃত্ব দিতে পারে। নিরাপদ খাদ্য ও সঠিক পুষ্টিজ্ঞান ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেয়াই আমাদের এই প্রকল্পের মূল উদ্দেশ্য।’

প্রকল্পটি কীভাবে পরিচালিত হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের অর্থায়নে পরিচালিত হচ্ছে। একইসঙ্গে সহযোগী সংস্থাগুলোর কাছ থেকে লজিস্টিক সাপোর্ট ও শিক্ষামূলক উপকরণ পাওয়া যাচ্ছে। যা প্রকল্পের ধারাবাহিক বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে ।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
এস আলমের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ
২৮ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:১৯:১১





সংবাদ ছবি
ইসি থেকেও রিটার্নিং কর্মকর্তা চায় জামায়াত
২৮ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩৮:২৭


Follow Us