• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:৪২:২৫ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

পুনরায় জাকসু নির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:২৩:৫২

সংবাদ ছবি

ক্যাম্পাস প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। পুনরায় নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি  বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবন, পরিবহন চত্বর হয়ে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।

Ad
Ad

মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ‘প্রহসের জাকসু, মানি না মানবো না’, ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘বয়কট বয়কট, জাকসু বয়কট’ ইত্যাদি স্লোগান দেন।

Ad

ছাত্রদলের নেতাদের দাবি, ভোট প্রক্রিয়ায় ধারা-নিষ্পত্তি, আঙুলে কালির দাগ না থাকা, ভোটার তালিকায় ছবি না থাকা, অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো ও বিভিন্ন কেন্দ্রের অব্যবস্থাপনা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এসব অনিয়মের প্রতিবাদে তারা দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনরায় নির্বাচনের দাবি জানান।

মিছিল শেষে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জুলাই অভ্যুত্থানের পর শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে আমরা কাজ করেছি। জাকসু নির্বাচনের দাবিতে আমরা প্রথম দিন থেকে মাঠে ছিলাম। আমরা ধরণা করেছিলাম, নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ জাকসু নির্বাচন উপহার দেবে। কিন্তু দুঃখের বিষয় আজ (বৃহস্পতিবার) সকাল থেকে ২ ঘণ্টা যাবৎ আমাদের প্রার্থীদের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের হেনস্তা করা হয়েছে। এসব অনিয়মের প্রতিবাদে দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।

এর আগে বিকেলে নানা অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেল জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। একই অভিযোগে নির্বাচনে দায়িত্বে থাকা বিএনপিপন্থি তিন শিক্ষক নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার ঘোষণা দেন। রাতে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেয় প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেল। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
কাউনিয়ায় গৃহবধূ হত্যা, স্বামী গ্রেফতার
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৫:০৫



সংবাদ ছবি
ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের ১১ অভিযোগ
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৫২:৩৫

সংবাদ ছবি
নওগাঁয় ৩১ দফা বাস্তবায়নে ডাবলুর গণসংযোগ
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৪২:৩৮







Follow Us