• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৯:৫৭ (30-Jan-2026)
  • - ৩৩° সে:

দশ দলীয় ঐক্য জোটের মাধ্যমে গণজোয়ার সৃষ্টি হয়েছে : মামুনুল হক

২৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:৪৩:৫২

দশ দলীয় ঐক্য জোটের মাধ্যমে গণজোয়ার সৃষ্টি হয়েছে : মামুনুল হক

স্টাফ রিপের্টার : হেফাজতে ইসলাম যুগ্ম মহাসচিব ও খেলাফাত মজলিসের আমীর মুফতি আল্লামা মামুনুল হক ১০ দলীয় ঐক্য জোটের পিরোজপুর-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদীর নির্বাচনীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বলেন,” দশ দলীয় ঐক্য জোটের মাধ্যমে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে প্রমাণিত হয় বাংলাদেশের মানুষ পরিবর্তন এবং সংস্কার পক্ষে অবস্থান গ্রহণ করেছে।

Ad

সেই সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটি অপকৌশল চালাচ্ছে কোন কোন রাজনৈতিক দল। আমি জিজ্ঞাসা করতে চাই দীর্ঘ ১৫ বছর নির্যাতন এবং জুলুম, গুম, খুন, হত্যা, বাংলাদেশের স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদের যাকাতল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যেঐতিহাসিক জুলাই গণ বিপ্লব হল যে বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আবার তার সক্রিয় স্বাধীনতার ধারায় ফিরে আসতে সক্ষম হল সেই জুলাই বিপ্লবের প্রধান নেতা কে ছিল? সেই জুলাই বিপ্লবের কোন প্রধান নেতা ছিল না।

Ad
Ad

বাংলার আপামেরো জনসাধারণ এদেশের পরিবর্তনকারী বিপ্লবীদের নেতা ছিল। জনতার ঐক্যবদ্ধ জুলাই বিপ্লবের যেমনি ভাবে সকল ফ্যাসিবাদ
বাঁশের ফারার মতো লুটিয়ে পড়ছিল। আজ এই পরিবর্তনকারী বাংলার মানুষ দ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ছিলেনএই ঐক্যের স্রোতে সকল ফ্যাসিবাদ ও ষড়যন্ত্রকারীরা সব ভেসে যাবে ইনশাল্লাহ। সংগ্রামী জনতা বিশেষ করে আপনারা পিরোজপুর দুই আসনের জনগণ, দশ ঐক্য জোটেরঅন্যতম শরিকদল দাঁড়ি পাল্লার প্রার্থী শামীম সাঈদীকে নির্বাচিত করে প্রমাণ করে দিবেন এববং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা শামীম সাঈদীকে জয়
করে আনবেন ইনশাআল্লাহ।

ঐতিহাসিক মুহূর্ত আমরা যে ঐক্য করেছি আমাদের ঐকের অন্যতম প্রধান বুনিয়াদ হলো বাংলাদেশকে ভালোবাসা”। আজ শনিবার দুপুর ১টা সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নেছারাবাদ উপজেলা জামায়াতের আমীর আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে পিরোজপুর ২ আসনের নির্বাচনীয জনসভায় প্রধান এসব কথা বলেন।

এসময় ১০ দলীয় ঐক্য জোটের শরিক দলগুলোর বিশেষ অতিথি হিসাবে বক্ত রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রয় সহকারী সেক্রেটারী জেনারেল মোয়াজ্জেম হোসাইন হেলাল, লেবার পার্টর চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান,পিরোজপুর -১ সংসদীয় আসনের মাসুদ  সাঈদী,পিরোজপুর-৩ সংসদীয়  আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার শামীম হামিদীসহ আরও অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
৩০ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৪৬:১০

নোয়াখালীতে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০
নোয়াখালীতে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০
৩০ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৭








Follow Us