• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ বিকাল ০৫:০৯:৪৮ (22-Dec-2025)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে বার্মিজ বোর্টভর্তি ভারতীয় সিগারেটসহ যুবক আটক

২২ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৩১:৩৬

সংবাদ ছবি

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বরকল উপজেলাধীন হরিণা সীমান্ত দিয়ে ভারত থেকে শুল্কবিহীন অবৈধভাবে আনা প্রায় ৯ লাখ টাকার বিদেশি সিগারেটসহ ধন্য জ্যোতি চাকমা (২২) নামে এক যুবককে আটক করেছে নিরাপত্তাবাহিনী।

Ad

২২ ডিসেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাঙামাটির সুবলং চেকপোস্ট এলাকায় একটি বার্মিজ বোর্টে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।

Ad
Ad

ধন্য জ্যোতি চাকমা বরকল উপজেলার ৫নং বড় হরিণা ইউনিয়নের পাকমর গ্রামের বাসিন্দা এবং বিমল নন্দ চাকমার ছেলে।

নিরাপত্তাবাহিনীর সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট ভর্তি একটি বোট রাঙামাটির দিকে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী বিশেষ নজরদারি জোরদার করে। তারই ধারাবাহিকতায় সুবলং চেকপোস্ট অতিক্রমকালে বিশেষ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি সন্দেহজনক বার্মিজ বোট থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় বোট থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। জব্দ সিগারেটের মধ্যে রয়েছে ৩ হাজার ৪৭০টি ছোট কার্টুন ‘অরিস’ এবং ১ হাজার ৪৮০টি কার্টুন ‘এক্সএসও (ব্ল্যাক ফ্রুট)’ ব্র্যান্ডের সিগারেট। উদ্ধার সিগারেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৯১ হাজার টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিরাপত্তাবাহিনীর সূত্র আরও জানায়, আটক ব্যক্তি সিগারেটগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পাশাপাশি ব্যবহৃত বার্মিজ বোটটিরও কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

এ বিষয়ে বরকল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি ও জব্দ সিগারেটসহ বোট থানায় আনার জন্য পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
২৭ ডিসেম্বর ভোটার হচ্ছেন তারেক রহমান
২২ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:২৭:০৮








Follow Us