পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ও জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদীর রূহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২১ ডিসেম্বর রোববার রাতে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির ব্যানারে এ দোয়া অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন, পঞ্চগড় আদালতের জিপি আব্দুল বারী, ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলার সভাপতি আব্দুল হাই, খেলাফত মজলিসের পঞ্চগড় জেলা সভাপতি মীর মোর্শেদ তুহিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক, জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মাহাফুজার রহমান, জামায়াতের জেলা যুব বিভাগের সভাপতি তোফায়েল প্রধান, জেলা ছাত্রশিবিরের সভাপতি রাশেদ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমূখ।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, শহিদুল ইসলাম শহীদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভার সঞ্চালনায় আবু নাঈম ও দোয়া পরিচালনা করেন জামায়াতের পৌর আমির জয়নাল আবেদীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available