• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই মাঘ ১৪৩২ বিকাল ০৩:০৯:৫৩ (30-Jan-2026)
  • - ৩৩° সে:

যান্ত্রিক ত্রুটির কারণে ফসলের মাঠে নামল হেলিকপ্টার

১০ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:২১:০৩

যান্ত্রিক ত্রুটির কারণে ফসলের মাঠে নামল হেলিকপ্টার

মানিকগঞ্জ প্রতিনিধি: যান্ত্রিক ত্রুটির কারণে স্কয়ার গ্রুপের হেলিকপ্টার (এস২–এজিপি) মানিকগঞ্জে জরুরি অবতরণ করেছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কড়িখোলা চকের ফসলের মাঠে পাইলট নিরাপদে অবতরণ করান। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Ad

বিকেল ৪টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। পাইলটসহ ছয়জন আরোহী ছিলেন, যাদের সবাই স্কয়ার গ্রুপের এমডি তপন চৌধুরীর ঘনিষ্ঠজন বলে জানা গেছে। ঘটনার পরপরই স্কয়ার গ্রুপের আরেকটি হেলিকপ্টার এসে আরোহীদের ঢাকায় নিয়ে যায়।

Ad
Ad

যান্ত্রিক ত্রুটি শনাক্ত ও সমাধানে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছান এয়ারক্রাফট টেকনিশিয়ান মোহাম্মদ শিব্বির হোসাইন। তিনি জানান, হেলিকপ্টারের সাপোর্টিং লেড-অ্যাসিড এভিয়েশন ব্যাটারি চার্জ-আপের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার পর আশপাশের এলাকাবাসী মাঠে ছুটে এসে হেলিকপ্টারটি দেখতে ভিড় করেন। হেলিকপ্টারের নিরাপত্তায় স্কয়ার গ্রুপের ৩০ জন কর্মী রাতভর পাহারা দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সোনার দাম ভরিতে কমলো ১৪ হাজার
সোনার দাম ভরিতে কমলো ১৪ হাজার
৩০ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:০৭:৫২











Follow Us