সাভার প্রতিনিধি : নানা অনিয়মের অভিযোগে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে কর্মস্থলে অনুপস্থিত, দায়িত্ব অবহেলা এবং হাসপাতালের ইনডোর ও আউটডোরের অস্বাস্থ্যকর পরিবেশসহ বেশ কিছু অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক।

৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক ঢাকা অঞ্চল-২ এর সহকারী পরিচালক আরিফ আহমদ নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট টীম সভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ অভিযান পরিচালনা করেন।
এ সময় দুদকের উপ-সহকারী পরিচালক বিলকিস বানু এবং কনস্টেবল রাসেল রানা অভিযানে উপস্থিত ছিলেন।


অভিযানে নেতৃত্ব দেওয়া দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহকারী পরিচালক আরিফ আহম্মদ বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল টিকিট কাটার সময় অতিরিক্ত টাকা আদায়, ওষুধ বিতরণের টাকা আদায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুপস্থিতিসহ নানা অভিযোগ। আমরা সিভিলে মোটামুটি সবকিছু দেখেছি। এর মধ্যে স্বাস্থ্য কর্মকর্তাকে আমরা অনুপস্থিত পেয়েছি।
এছাড়া আরও দুই একজন কর্মকর্তাকে আমরা অনুপস্থিত পেয়েছি। তাদেরর সঙ্গে আমরা কথা বলেছি। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডিজির সাথে মিটিং এ আছেন। এছাড়া ওষুধ বিতরণ ও টিকিট নেওয়ার বিষয়ে কোন ব্যত্যয় আমরা পাইনি। তবে টিকেট বিক্রয়কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে হাসপাতালের ক্লিনারকে। সবচেয়ে যে বিষয়টি খারাপ লেগেছে, এখানকার টয়লেটসহ সব জায়গা ব্যাপক অপরিচ্ছন্ন। আমরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ইলেক্ট্রনিক হাজিরার কপি নিয়েছি। বিষয়গুলো নিয়ে আমরা রিপোর্ট জমা দেবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available