মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ জনমত গড়ে তুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মানিকগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতা।

৫ নভেম্বর বুধবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড মুন্নু সিটি এলাকার নিজ রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় জাসাস নেতা মাজহারুল ইসলাম খান পায়েলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কেক কাটা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।


রিতা বলেন, দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিএনপি ও জনতার আন্দোলনের মুখে স্বৈরশাসনের পতন ঘটেছে। এখন প্রয়োজন সেই আন্দোলনের অর্জনকে টেকসই উন্নয়নে রূপান্তর করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনা ধারণ করেই জাতীয় পুনর্গঠন সম্ভব।
তিনি আরও বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি নাগরিকের অংশগ্রহণমূলক ভোটাধিকার নিশ্চিত থাকবে।
নারীদের রাজনৈতিক অঙ্গনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে আফরোজা খানম রিতা বলেন, দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি মহল ‘পি আর পদ্ধতি’র নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আ.ফ.ম. নূরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পণ্ডিত ভজন, গোলাম কিবরিয়া সাঈদ, আব্দুস সালাম বাদল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available