• ঢাকা
  • |
  • বুধবার ২১শে কার্তিক ১৪৩২ রাত ০৯:০২:১০ (05-Nov-2025)
  • - ৩৩° সে:

রাঙামাটির দুর্গম পাহাড়ে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা, দুদকের অভিযান

৫ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৬:৫২

সংবাদ ছবি

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সরকারি স্বাস্থ্যসেবার বেহাল চিত্র উন্মোচিত হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে। স্বাস্থ্যসেবায় অনিয়ম, দায়িত্বে গাফিলতি ও জনগণকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করার নানা অভিযোগের ভিত্তিতে বুধবার (তারিখ উল্লেখযোগ্য) বরকল উপজেলায় এই অভিযান পরিচালনা করে দুদক।

Ad

অভিযানে নেতৃত্ব দেন দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহামেদ ফরহাদ হোসেন। তার নেতৃত্বে চার সদস্যের একটি দল সীমান্তবর্তী বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে হঠাৎ উপস্থিত হয়ে নথিপত্র পর্যালোচনা ও পরিদর্শন করেন।

Ad
Ad

অভিযানের সময় আইমাছড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়; সেখানে কোনো কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত ছিলেন না। অপরদিকে, ভূষণছড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, তারা নিয়মিতভাবে সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং প্রয়োজনীয় ওষুধও সময়মতো পাচ্ছেন না।

দুদকের প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানান সহকারী পরিচালক আহামেদ ফরহাদ হোসেন। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়, এবং প্রাথমিক অনুসন্ধানে বেশ কিছু অনিয়মের প্রমাণ মিলেছে। সরকারি কার্যদিবসেও একটি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ পাওয়া গেছে, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও জানান, অভিযানকালীন সংগৃহীত তথ্য-উপাত্ত ও নথিপত্র যাচাই-বাছাই করে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই পাহাড়ি এসব এলাকার মানুষ মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এবার দুদকের এই অভিযানের মাধ্যমে সেই অনিয়মের চিত্র আরও স্পষ্টভাবে উঠে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
মণিরামপুরে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
৫ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৭:২২


Follow Us