• ঢাকা
  • |
  • শনিবার ৩রা কার্তিক ১৪৩২ বিকাল ০৫:০৩:১৪ (18-Oct-2025)
  • - ৩৩° সে:

গ্রামীণ সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে শ্রীপুরে গ্রাম্য বৈঠক

১৮ অক্টোবর ২০২৫ দুপুর ০২:২৩:১৬

সংবাদ ছবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ২নং ওয়ার্ডে গ্রামীণ জনগোষ্ঠীর স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধানে করণীয় নির্ধারণের লক্ষ্যে শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে এক গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‘দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদকমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু হোক গ্রাম থেকেই’ এই মূল স্লোগানকে সামনে রেখে বৈঠকটি আয়োজিত হয়।

Ad
Ad

​১৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় খেটে খাওয়া মানুষ ও বাসিন্দাদের মুখোমুখি হয়ে তাদের দৈনন্দিন ও স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার পথ নির্ধারণ করা।

Ad

​শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে ও শ্রীপুর পৌর বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারীর সঞ্চালনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।

​বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, ​পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল মনসুর মন্ডল, ​উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাহ হোসেন বেপারীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা গ্রামীণ পর্যায়ে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের প্রভাব থেকে মুক্তি পেতে স্থানীয় জনমতকে ঐক্যবদ্ধ করার ওপর জোর দেন। এছাড়া বৈষম্যহীন সমাজ গঠনে দলীয় কর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সংবাদ ছবি
না ফেরার দেশে বাউল শিল্পী বাবুল
১৮ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৩৮:৫৫



Follow Us