• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা মাঘ ১৪৩২ রাত ১১:০৬:১৪ (17-Jan-2026)
  • - ৩৩° সে:

লন্ডন ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটে বাংলাদেশকে তুলে ধরলো বেঙ্গল ট্রাভেল অ্যান্ড ট্যুরস

১৬ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:১৬:১৪

লন্ডন ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটে বাংলাদেশকে তুলে ধরলো বেঙ্গল ট্রাভেল অ্যান্ড ট্যুরস

নিউজ ডেস্ক: বিশ্ব পর্যটনের সবচেয়ে বড় আসর যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়ে যাওয়া ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট ২০২৪ এ অংশ নিয়ে বাংলাদেশকে তুলে ধরলো বেঙ্গল ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড। বিশ্ববাসীর কাছে তুলে ধরা হয় বাংলাদেশের হাজার বছরের গৌরবগাঁথা সাংস্কৃতিক ইতিহাস, ঐতিহ্য ও দৃষ্টিনন্দন পর্যটন স্পট।

Ad

ট্রাভেল মার্কেটে অংশ নেয়া বেঙ্গল ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেডের চেয়ারম্যান মেহনাজ মান্নান জানান, অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশের পর্যটন তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বরাবরই ব্যর্থ হচ্ছে। এই মেলার মাধ্যমে আমরা তুলে ধারার চেষ্টা করেছি বাংলাদেশকে। সেই সাথে বাংলাদেশে বিদেশি পর্যটকদের সংখ্যা বৃদ্ধি ও বৈশ্বিক ভ্রমণ গন্তব্য হিসেবে নিজ দেশকে তুলে ধরাই ছিল আমাদের মূল লক্ষ্য।  

Ad
Ad

তিনি বলেন, লন্ডনের এক্সেল সেন্টারে আয়োজিত এই মর্যাদাপূর্ণ ইভেন্টে বেশ সাড়াও পেয়েছি। তবে এই মুহূর্তে বাংলাদেশের পর্যটনের বিকাশে পজেটিভ ব্র্যান্ডিংয়ের দিকে নজর দেওয়া জরুরি বলে মনে করি।

উল্লেখ্য , গত ৭ নভেম্বর পর্দা নামে লন্ডনের তিনদিনব্যাপী এ ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট  ২০২৪ এর। যুক্তরাজ্যে বাংলাদেশের পর্যটন শিল্পের প্রচারে বিশেষ করে তরুণ প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশি পর্যটকদের ইকো ট্যুরিজমে এবং প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শনগুলো তুলে ধরেন বাংলাদেশি ট্যুর অপারেটরগণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নুরের আসনে বিএনপির দুই উপজেলা কমিটি বিলুপ্ত
নুরের আসনে বিএনপির দুই উপজেলা কমিটি বিলুপ্ত
১৭ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:২৮





Follow Us