• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩২ ভোর ০৫:৪৭:৩১ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

পাকার আগেই পঁচে যাচ্ছে বাগানের সব আনার

১৯ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:০০:১২

সংবাদ ছবি

রংপুর ব্যুরো: প্রতিটি গাছের থোকায় থোকায় ঝুলছে আনার ফল। প্রথম দেখায় যে কারো মনে হবে নেপাল বা ভারতের কাশ্মীরের বাগানের দৃশ্য এটি। কিন্তু না এটি আর কোথাও নয়, রংপুরের তারাগঞ্জে মাষ্টার পাড়া গ্রামেই গড়ে উঠেছে বৃহৎ এই আনার ফলের বাগান। বাগানটি গড়ে তুলেছেন নারী উদ্যোক্তা উম্মুল আকসা।

উম্মুল আকসা জানান, ৫ বছর আগে দিনাজপুর থেকে আট লাখ টাকা দিয়ে পাঁচ হাজার চারা এনে রোপণ করেন। তিন বছরের মাথায় গাছে ফল আসায় আনন্দিত হন। কিন্তু ফলগুলো পাকার উপযুক্ত সময়ের আগেই পঁচে নষ্ট হয়ে যাচ্ছে মাটিতে।

তিনি আরও বলেন, দুই বছর আগেও একইভাবে পঁচে যাওয়ায় উপজেলা কৃষি অফিসারের পরামর্শ সার ও কীটনাশক ব্যবহার করলেও আশানুরূপ ফল না পাওয়ায় এখন হতাশ হয়ে পড়েছেন। সমস্যার সমাধান না-হলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন তিনি। তাই সহযোগিতা চেয়েছেন কৃষি অফিসারের।

উপজেলা কৃষি অফিসার ধীবা রাণী রায় জানান, নতুন ফসল হিসেবে জমি প্রস্তুত, সঠিক পরিচর্যার কারণে ঝরে যাচ্ছে ফল। তবে কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

বিশেষজ্ঞর মতে, এনথ্রাক্সনোজ ছত্রাকজনিত রোগ ও গাছে অতিরিক্ত পানি, প্রচণ্ড খরা বা সঠিক তাপমাত্রা না থাকার কারণে এ ধরনের সমস্যা দেখা যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭