বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার পরিচিতি সভা অনুষ্ঠিত
সিনিয়র স্টাফ রিপোর্টার ঢাকা : বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এ পরিচিতি সভা হয়।বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. মমিনুর রহমান শাহীন এর সভাপতিত্বে ও কমিটির মহাসচিব মো. কামরুল ইসলাম সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মওদুদ হোসেন আলমগীর।এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওবায়দুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলমসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ।