• ঢাকা
  • |
  • রবিবার ৬ই আশ্বিন ১৪৩২ সকাল ০৬:৫৩:৪৩ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঝিনাইদহ জেলা জামায়াতের সুধী সমাবেশ

২০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:২৭:৩৯

সংবাদ ছবি

ঝিনাইদহ প্রতিনিধি: ন্যায় ও কল্যাণমুখী সমাজ গঠনের লক্ষ্যে ঝিনাইদহে বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০ সেপ্টেম্বর শনিবার সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখা। সমাবেশে জেলার বিভিন্ন পেশাজীবী, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মো.আবু বকর’র সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড.আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলীম। জেলা সেক্রেটারি আব্দুল আওয়ালের সঞ্চালনায় প্রোগ্রামে দারস পেশ করেন শাহ মো. শাহাদাত হোসেন। সমাবেশে অংশ নেওয়া জেলার বিভিন্ন পেশাজীবী, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক নেতৃবৃন্দ তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।

এ সময় জামায়াত নেতারা বলেন, জনগণের কল্যাণে নিবেদিত রাজনীতি ও দেশপ্রেমে উজ্জীবিত নেতৃত্বই সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে। এজন্য নতুন প্রজন্মকে সৎ, নৈতিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩