• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৬:০২:৩২ (18-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শাহরাস্তিতে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা

১৮ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:৫৬:২৫

সংবাদ ছবি

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে কৃষিজমি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের কড়া অবস্থান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে ১৭ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলার মেহের উত্তর ইউনিয়নের শেখকুনি মৌজায় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। মাটি ও ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিভিন্ন ধারায় তিনজনকে দোষী সাব্যস্ত করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড আদায় না হলে প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

অভিযান চলাকালে শাহরাস্তি থানার সাব-ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান ভূঁইয়া, উপজেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে আদালতকে সহযোগিতা করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, ‘ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার ফলে কৃষিজমি নষ্ট হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং ভূমিক্ষয়ের ঝুঁকি বাড়ছে। জনস্বার্থে ও ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এসব কার্যক্রম বন্ধ করা জরুরি। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নওগাঁয় মহিলাসহ চার ভুয়া পুলিশ গ্রেফতার
১৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪:৪৯

সংবাদ ছবি
অপরাধ নিয়ন্ত্রণে টঙ্গী পুলিশের বিশেষ উদ্যোগ
১৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৭:২১



সংবাদ ছবি
একদিনেই ডেঙ্গুতে প্রাণ গেল ৬ জনের
১৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৯:৫৮