• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩২ রাত ০১:২৩:২৫ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাপ্তাই হ্রদে সবনৌযান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

৩০ মে ২০২৫ বিকাল ০৪:০৩:৪২

সংবাদ ছবি

রাঙামাটি প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে চলাচলকারী সব ধরনের নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

৩০ মে শুক্রবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি রয়েছে। যাত্রীসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাপ্তাই হ্রদ উত্তাল থাকায় এই নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে।

রাঙ্গামাটি জেলা সদর থেকে জেলার ছয়টি উপজেলার মানুষ প্রধানত নৌপথে চলাচল করে থাকে। তাই ব্যাপক ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা।

রাঙ্গামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মাইন উদ্দিন সেলিম জানিয়েছেন কাপ্তাই হ্রদ উত্তাল থাকায় নদীবন্দরে সংকেত থাকায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের নির্দেশনার সাথে সাথে জেলার বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুড়াছড়ি, বিলাইছড়ি ও নানিয়ারচর উপজেলার সাথে চলাচলকারী লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি জানিয়েছেন আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীতে জেলা প্রশাসনের নির্দেশনা পেলে যথারীতি আবারো এসকল নৌপথে নৌযান চলাচল শুরু হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩