• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩২ ভোর ০৪:৫৪:৪৩ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মধুপুরে পারিবারিক পুষ্টি বাগানের গাছ ও বীজ বিতরণ

৬ জুন ২০২৪ সকাল ১০:৩৭:২৩

সংবাদ ছবি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব পরিবেশ দিবসে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের জন্য কৃষকদের মাঝে সবজির বীজ, গাছের চারা ও উপকরণ বিতরণ করা হয়েছে।

৫ জুন বুধবার মধুপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ১৫৯ জন কৃষকের মাঝে এ বীজ, গাছের চারা ও উপকরণ বিতরণ হয়।

মধুপুর উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর জন্য চলতি মৌসুম ও পরবর্তী দুই মৌসুমের জন্য বাড়ির আঙিনায় ও অনাবাদি পতিত জমিতে বাগানের ৫টি বেডে শাক সবজি ও সবজি জাতীয় ফসল উৎপাদন করা যাবে।

বাগানের পূর্ব ও পশ্চিম পাশে ৪টি মাঁচায় লতানো সবজি, বেড়াতে লতা জাতীয় সবজি, উত্তর ও দক্ষিণ পাশে ৩টি করে ৬টি কম ক্যানোপিযুক্ত ফল গাছসহ বাগানে এক মৌসুমে ১০-১২ রকমের আবাদ করা যাবে। যা একটি পরিবারের জন্য নিরাপদ ও সতেজ শাক সবজি এবং ফলমূল পরিবারের পুষ্টি যোগাবে বলে জানালেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী।

পারিবারিক পুষ্টি বাগানের বীজ, গাছের চারা ও উপকরণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সজীব আহমেদ, মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজবি নূর রাত্রী, শাহরিয়ার আক্তার রিভা প্রমুখ। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী জানান, ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৫৯ জন কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগান সৃজনের জন্য বীজ, বিভিন্ন প্রকার দেশি ফল গাছের চারা ও উপকরণ বিতরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩