• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩২ ভোর ০৪:৩২:২৮ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় ব্যস্ত সময় পার করছে লেপ-তোষক কারিগররা

২১ নভেম্বর ২০২৩ বিকাল ০৩:৩৬:৩২

সংবাদ ছবি

নওগাঁ প্রতিনিধি: দেশের উত্তরের অনেক জেলার মতিই নওগাঁয়ও এসেছে শীত। শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এখানকার কারিগররা। ক্রেতাদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে লেপ-তোষকের দোকানগুলো। তবে গত বছরের তুলনায় এবছর লেপ-তোষকের কাচামালের দাম তুলনামূলক বেশি হওয়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

তুলার মূল্য বৃদ্ধির করণে লেপ-তোষকের দাম বৃদ্ধি পেলেও বাড়েনি শ্রমিকদের মজুরি। দিনে ২ থেকে ৩টা লেপ বা তোষক বানিয়ে তারা গড়ে আয় করেন ৫০০-৬০০ টাকা। বর্তমান বাজারে লেপ তৈরিতে মজুরি নেয়া হচ্ছে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকা এবং তোষক তৈরিতে মজুরি নেয়া হচ্ছে ২ হাজার ৯০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। নওগাঁর ক্রেতাদের মধ্যে অনেকেই শীতের কথা মাথায় রেখে আগাম লেপ-তোষক বানিয়ে নিচ্ছেন। অর্ডার পেয়ে কারিগররাও লেপ-তোষক বানাতে পার করছে ব্যস্ত সময়।

কথা হয় স্থানীয় কয়েজন কারিগরের সাথে। তারা জানায়, একটি লেপ তৈরিতে একজন কারিগরের সময় লাগে প্রায় ২ ঘণ্টা। এভাবে একজন কারিগর দিনে গড়ে ৩ থেকে ৫টি লেপ তৈরি করতে পারেন। একইভাবে দিনে তৈরি করতে পারেরন ৪-৫টি তোষক।

কথা হয় স্থানীয় একজন পাইকারী ব্যাবসায়ীর সাথে। তিনি জানান তুলার দাম বাড়ায় এ বছড় লেপ-তোষক, গদি তৈরিতে খরচ গত বছরের চেয়ে অনেক বেড়েছে। শীতের তীব্রতা যতো বাড়বে বেচা-কেনা ততোই জমবে বলে আশা করছেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭