• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আশ্বিন ১৪৩২ সকাল ০৭:৪১:০৫ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাদুল্লাপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

১০ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:১৫:০৮

সংবাদ ছবি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরের ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হৃদয় শেখ মিঠুকে (৩৮) গাজীপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ জুলাই রোববার দিবাগত রাতে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

১০ জুলাই সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল আলম।

গ্রেফতার হৃদয় শেখ মিঠু সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর গ্রামের মিনহাজ শেখের ছেলে।

পুলিশ জানায়,হৃদয় শেখ মিঠুর বিরুদ্ধে গত ২০১০ সালে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়। এই মামলায় বিজ্ঞ আদালত তাকে ১৪ বছরের সাজাসহ আরও ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় আসামি মিঠু আত্নসমর্পণ না করে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রাখার একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে গাজীপুর থেকে মিঠুকে গ্রেফতার করা হয়।

ওসি মাহাবুল আলম বলেন, আসামিকে পরওয়ানামূলে গ্রেফতার করে বিধি মোতাবেক সোমবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭