• ঢাকা
  • |
  • রবিবার ৬ই আশ্বিন ১৪৩২ সকাল ০৭:২৭:৫৮ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঘোড়াঘাটে কামানডুবা ঘাট ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগে মানববন্ধন

২৫ মে ২০২৩ দুপুর ০২:২৬:০৬

সংবাদ ছবি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে রাণীগঞ্জ কামানডুবা ঘাট ব্রীজ নির্মাণে নানা অনিয়মের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে বৃহস্পতিবার সকাল ১১টায় সচেতন এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় বাসিন্দা আব্দুল কাদেরের সভাপতিত্বে ও আব্দুল মান্নানের সঞ্চালনায় অনিয়মের অভিযোগ করে বক্তারা বলেন, প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ব্রিজের গাইড ওয়াল নির্মাণে নিম্নমানের কাজ, কোনো ধরনের ভিত্তি না বসিয়ে আলগা মাটিতে ওয়াল নির্মাণ, ব্রিজের নীচ থেকে মাটি খনন, ব্রীজের দুই ধারে ও রাস্তা নির্মাণে মাটি দাবানোর জন্য রোলার ব্যবহার না করাসহ বিভিন্ন অনিয়ম করা হয়েছে।

বক্তারা আরও বলেন, এ কাজের তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশলী কার্যালয় থেকে সঠিকভাবে তদারকি না করায় ঠিকাদারি প্রতিষ্ঠান এ ধরনের  অনিয়মের সুযোগ পেয়েছে।

এ সময় বক্তারা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

মানববন্ধনে এলাকার শতাধিক লোকজন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রোগ্রাম ফর সাপোর্টিং রুর‌্যাল ব্রিজেস কর্মসূচীর আওতায় বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ৪,৮৩,৭৭,৭৩৭/- টাকা চুক্তি মুল্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনিক কনস্ট্রাকশন প্রাইভেট লিমিডেট ও মেসার্স খান এন্টার প্রাইজ এন্ড আরএস এন্টার প্রাইজ গত ৩০ জুলাই ২০২০ইং তারিখে কাজ শুরু করেন। কার্যাদেশ অনুযায়ী গত ৫ মার্চ ২০২২ইং তারিখে কাজ সমাপ্তি হওয়ার কথা ছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩