• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা আশ্বিন ১৪৩২ সকাল ০৬:১৭:১৭ (18-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

জোড়া খুনসহ একাধিক হত্যা মামলার আসামি রাসেল গ্রেফতার

১৯ এপ্রিল ২০২৪ রাত ০৮:৩৩:৪৩

সংবাদ ছবি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় জোড়া খুনসহ একাধিক হত্যা, পুলিশের সাথে গুলাগুলি ও ডাকাতির প্রস্তুতি মামলার এজাহারভুক্ত আসামি মো. রাসেলকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

১৯ এপ্রিল শুক্রবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার রাসেল উপজেলার সরফভাটা ইউনিয়নের ১নং ওয়ার্ড মীরেরখীল গ্রামের চেয়ারম্যান বাড়ি এলাকার মো. মফিজের ছেলে।

এরআগে বৃহস্পতিবার বিকালে তাকে রাউজানের পাহাড়তলী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল ফরাজ জুয়েল।

তিনি জানান, গ্রেফতার রাসেল সরফভাটা এলাকার আমির হোসেন (৬৫) ও তার স্ত্রী জুলেখা বেগম (৫৫) খুনের মামলায় ৮নং এজাহারভুক্ত আসামি।

এছাড়া সরফভাটায় মায়ের সামনে গুলি করে খুন হওয়া মোজাহের, পদুয়ার মহিষের বাম এলাকায় ঘরে ডুকে গুলি করে হত্যার শিকার হওয়া এনাম হত্যা মামলাতেও চার্জশীটভুক্ত আসামি সে। তার বিরুদ্ধে পুলিশের সাথে গুলাগুলি এবং ডাকাতির প্রস্তুতি মামলায় আরও পৃথক দুটিসহ মোট ৫টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গেল বছরের ৩০ অক্টোবর দিবাগত রাতে একদল দুর্বৃত্ত দেশীয় ও আগ্নেয়াস্ত্র হাতে ঘরে ঢুকে আমির হোসেন ও তার স্ত্রী জুলেখা বেগমকে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনায় নিহতের মেয়ে মনি আক্তার বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০, ১১ জনকে বিবাদি করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

এখন পর্যন্ত কায়কোবাদ, দিদার, বাবর, হারুন ও সর্বশেষ রাসেলসহ মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার রাসেলের অপর সহোদর ভাই ফয়সালও একই মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধেও একাধিক হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ১৮টি মামলা রয়েছে। মামলার মূল অভিযুক্ত আসামি কামাল, তোফায়েল ও আরিফসহ বাকি আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে পিতা-মাতা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
সৈয়দপুরে মিনি বার ও ফুটবল বিতরণ
১৭ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৪:২১

সংবাদ ছবি
রোববার পর্যন্ত যেমন থাকবে আবহাওয়া
১৭ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:০৫:২৬

সংবাদ ছবি
কালিয়াকৈরের কিশোর গ্যাং ‘পিচ্চি আকাশ গ্রেফতার
১৭ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫০:১৬

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৬২২
১৭ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:১৫

সংবাদ ছবি
শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না: ইসি
১৭ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৭:৪৭

সংবাদ ছবি
বাংলাদেশকে জাতিসংঘের চিঠি
১৭ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৮:২৫