• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩২ ভোর ০৫:৫৭:২৪ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে ঈদের জামাত অনুষ্ঠিত

১১ এপ্রিল ২০২৪ দুপুর ১২:২৬:০২

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলার নয়টি উপজেলার শতাধিক মসজিদ ও ঈদ গাহে শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

১১ এপ্রিল বৃহস্পতিবার সকালে ধর্মীয় পূর্ণ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ জামাত অনুষ্ঠিত হয়। জেলার মধুখালী উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি।

নামাজ শেষে সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত থেকে নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে দেশের মানুষ শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পেরেছেন।

এদিকে ফরিদপুরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের সাথে নামাজ আদায় করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭